আগেই আইপিএল খেলার জন্য জাতীয় দলের সিরিজ না খেলায় সমালোচিত হয়েছিলেন সাকিব আল হাসান। সেই আইপিএল মাঝপথে স্থগিত হওয়ায় দেশে ফিরে খেলছেন শ্রীলঙ্কা সিরিজ। এর মাঝেই খবর হলো, আবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলতে যাচ্ছেন বিশ্বসেরা অল-রাউন্ডার। আসন্ন আসরের জন্য বাঁহাতি এই অল-রাউন্ডারকে দলে নিয়েছে জ্যামাইকা তালাওয়াস।
আগামী ২৮ অগাস্ট থেকে শুরু হবে সিপিএলে নবম আসর। ছয় দলের এই টুর্নামেন্টটি হবে সেন্ট কিটস এন্ড নেভিসে। আজ বৃহস্পতিবার এক টুইট করে সাকিবকে অন্তর্ভূক্তির খবর দিয়েছে জ্যামাইকা। এই নিয়ে তৃতীয়বারের মতো জ্যামাইকার হয়ে খেলতে যাচ্ছেন সাকিব। ২০১৬ সালে এই দলের হয়ে শিরোপা জিতেছিলেন। ২০১৭ সালেও তিনি জ্যামাইকায় খেলেন।
আইপিএলের মতো সিপিএলেও সাকিবের চাহিদা ব্যাপক। ২০১৩ সালে টুর্নামেন্টের প্রথম আসরে তিনি বারবাডোজ ট্রাইডেন্টেসের হয়ে খেলেছিলেন। ২০১৯ সালে এই দলটির হয়ে জিতে নেন শিরোপা। সিপিএলেই সাকিব তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিং করেছেন।