রবিবার লিথুনিয়ার পথে থাকা রায়ানায়ার এয়ারলাইনসের একটি উড়োজাহাজের গতিপথ ঘুরিয়ে মিনস্কে অবতরণ করতে বাধ্য করা হয়।
বেলারুশের একনায়ক প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেনকোর কঠোর সমালোচক টেলিগ্রাম চ্যানেল নেক্সটা মেডিয়া নেটওয়ার্কের সাবেক সম্পাদক রোমান প্রোটাসেভিচ। তাকে গ্রেপ্তার করতে বিমানটি ঘুরিয়ে মিনস্ক জাতীয় বিমানবন্দরে নামিয়ে আনা হয়।
ইউরোপীয় নেতারা এই ঘটনাকে ‘বিমান ছিনতাই’ ও ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ হিসেবে আখ্যা দিয়েছেন। বিমানে বোমা আছে এমন তথ্য দিয়ে মিনস্ক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হলেও পরবর্তিতে তল্লাসী করে কোন বোমা পাওয়া যায়নি।
বেলারুশের রাষ্ট্র-মালিকানাধীন গণমাধ্যম বেল্টা জানায়, বোমা সতর্কতার পর বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো ব্যক্তিগতভাবে উড়োজাহাজটি অবতরণের নির্দেশ দিয়েছিলেন। সেটিকে পাহারা দিয়ে আনতে যুদ্ধ বিমানও পাঠানো হয়েছিল।