কাশিমপুর কেন্দ্রীয় কারাগার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কারাগারের মূল ফটকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
সরকারি নথি সরানোর অভিযোগে দায়ের করা মামলায় কারাগারে থাকা প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের জামিন শুনানি শেষ হয়েছে। এই কারাগারে বন্দি আছেন তিনি। আজ তার জামিন পাওয়ার কথা রয়েছে।
বৃহস্পতিবার (২০ মে) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক বলেন, ‘আজ বিকেলে সাংবাদিক রোজিনা ইসলামের জামিন হলে এখান থেকে তার মুক্তি হওয়ার কথা রয়েছে। যার কারণে কারাগারের প্রধান ফটকসহ আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।’
স্বাস্থ্য মন্ত্রণালয়ের করা মামলায় প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের জামিন আবেদনের ওপর শুনানি শুরু হয় আজ দুপুর ১টায়।