ইসরায়েলি দখলদারদের হামলা বেড়েই চলেছে। ১০ মে থেকে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে অন্তত ২২৭ ফিলিস্তিনি। এর মধ্যে ৬৪ জনই শিশু। ইসরায়েলের এই আগ্রাসনে ফুঁসে উঠেছেন ক্রিকেটাররা। রশিদ খান, হাশিম আমলা, কাগিসো রাবাদাসহ বাংলাদেশের মুশফিকুর রহীম, রুবেল হোসেনরাও নিজেদের সমর্থন জানিয়েছেন ফিলিস্তিনের প্রতি।
ফিলিস্তিনিদের সমর্থনের মিছিলে এবার যোগ দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। নিজের মেয়েকে সঙ্গে নিয়ে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে আবেগঘন বার্তা দিয়েছেন এই সাবেক অলরাউন্ডার। টুইটারে আফ্রিদি লিখেছেন, ‘ফিলিস্তিনের শিশুরা, তোমাদের জন্য এই বার্তা। আমরা তোমাদের থেকে অনেক দূরে আছি। কিন্তু আমাদের হৃদস্পন্দন তোমাদের সাথেই চলছে।’
উর্দুতে লেখা এ বার্তায় সাহস জুগিয়ে আফ্রিদি বলেন, ‘বর্তমানের উদ্বেগপূর্ণ সময় পেরিয়ে শিগগিরই শান্তি পাবে ফিলিস্তিন। আমাদের বাবা ও তাদের বাবারও হৃদস্পন্দন ছিল তোমাদের পূর্বপুরুষদের সঙ্গে। কষ্ট, ভয়, উদ্বেগ- এসব সাময়িক।