মাঠে হিট উইকেটের ঘটনা বিরল কোনো বিষয় নয়। নিয়মিতভাবেই এই ঘটনা দেখা যায়। ব্যাটসম্যানের ব্যাট কিংবা পা লেগে উইকেট ভেঙে গেলে সেটাকে ‘হিট উইকেট’ ঘোষণা করা হয়। আজ পাল্লেকেলেতে চলমান দ্বিতীয় টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে দেখা গেছে ‘হিট উইকেট’ এর ঘটনা। যার শিকার ‘নাইটওয়াচম্যান’ খ্যাত তাইজুল ইসলাম।
শ্রীলঙ্কা করা ৭ উইকেটে ৪৯৩ রানের জবাবে বাংলাদেশের প্রথম ইনিংস প্যাকেট হয় মাত্র ২৫১ রানে। ইনিংসে ‘ডাক’ এর সংখ্যা ৩টি। আবু জায়েদও ০* রানে অপরাজিত। ফলোঅন এড়াতে কমপক্ষে ২৯৪ রান করতে হতো। বাংলাদেশ তা পারেনি। সুযোগ পেয়েও অবশ্য বাংলাদেশকে ফলোঅন করায়নি শ্রীলঙ্কা। তারা নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে গেছে। বাংলাদেশের ইনিংসের শেষটা আলোচনায় এলো তাইজুলের অদ্ভুত আউটে।
বাংলাদেশের ইনিংসের তখন ৮৩তম ওভার। বল করছেন সুরঙ্গা লাকমাল। এই পেসারের করা ওভারের শেষ বলটি ডিফেন্ড করতে গিয়ে পা পিছলে যায় তাইজুলের। তিনি ভারসাম্য হারিয়ে ফেলেন। পা থেকে জুতা খুলে গিয়ে লাগে স্টাম্পে। আম্পায়ার ৯ রান করা তাইজুলকে আউট ঘোষণা করেন। অবিশ্বাস্য হলেও সত্য যে, বাংলাদেশের শেষ ৭ উইকেটের পতন হয়েছে মাত্র ৩৭ রানে!