বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় র্যাব ও ডিএমপির গোয়েন্দা বিভাগের একটি টিম নগরীর লালখান বাজার মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করে।
সম্প্রতি হেফাজতের তাণ্ডবের ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে মুফতি হারুন ইজহারের বিরুদ্ধে। এছাড়া, তার বিরুদ্ধে লালখান বাজার মাদ্রাসায় গ্রেনেড বিস্ফোরণ, হেফাজতের নাশকতার ৮টি মামলাসহ মোট ১১টি মামলা রয়েছে।
এর আগে ২০১৩ সালের সহিংসতা এবং সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে গত মার্চের ২৫, ২৬ ও ২৭ তারিখ দেশব্যাপী হেফাজত যে তাণ্ডব চালিয়েছে তাতে অন্তত ১৭ জন মানুষের প্রাণহানি হয়। এসব নাশকতার পেছনে জড়িত থাকার অভিযোগে অন্তত এক ডজন হেফাজত নেতা গ্রেফতার রয়েছেন। বিক্ষোভ–সহিংসতার এসব ঘটনায় দেশের বিভিন্ন জেলায় হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে অন্তত ৭৭টি মামলা হয়েছে। এসব মামলায় ৬৯ হাজারের বেশি জনকে আসামি করা হয়েছে।