আজ বুধবার (২৮ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে। তবে, কীভাবে আগুনের ঘটনা ঘটে তা এখনও জানা যায়নি। আগুনে হাসপাতালের দ্বিতীয় তলার পুরোটাই পুড়ে যায়। তবে এ সময় হাসপাতালটিতে কোনো করোনা রোগী ছিল না।
হাসপাতাল সূত্রে জানা যায়, বিস্ফোরণের পর কয়কেজনকে অন্য হাসপাতালে স্থানান্তরের সময় তারা মারা যান। তবে, তারা অগ্নিদগ্ধ হয়ে মারা যাননি।
হাসপাতালের এক কর্মকর্তা বলেন, দুর্ঘটনার সময় হাসপাতালটি থেকে ২০ রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়। যাদের মধ্যে ৬ জন আইসিইউতে ভর্তি ছিল।
মহারাষ্ট্রের মন্ত্রী জিতেন্দ্র আওহাদ জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধাব ঠাকারি নিহতদের প্রত্যেক পরিবারকে পাঁচ লাখ রুপি এবং আহতদের জন্য এক লাখ রুপি করে ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন।