কাদিজের মাঠে গেস্ট রিয়াল মাদ্রিদ, গেলো অক্টোবরে হোম ম্যাচে তাদের কাছেই হেরেছিলো জিদানের দল, তাই অ্যাওয়ে ম্যাচে একটু বাড়তি সতর্ক ছিলো লসব্ল্যাঙ্কোরা।
শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ বরাবরই ছিলো রিয়ালের হাতে। ৩০ থেকে ৪০ মাঝের ১০ মিনিটেই কুপোকাত কাদিজ। ৩০ মিনিটে ভিনিসিয়স জুনিয়রকে কাদিজ ডিফেন্ডারের রাফ ট্যাকল, ভিআর দেখে পেনাল্টির বাঁশি রেফারির, স্পট কিকে জাল কাঁপান বেনজেমা।
তিন মিনিট পর লিড ডাবল রিয়ালের। বেনজেমার অ্যাসিস্টে লা লিগায় নিজের প্রথম স্কোর করেন ওদ্রিয়োসোলা। আর ৪০ মিনিটে ক্যাসিমিরোর বাড়ানো বলে হেড করে ২য় গোন করেন বেনজেমা। শেষ বাঁশিতে রিয়ালের ৩-০ গোলের জয়।
এদিকে, পারমা-য়্যুভেন্তাস ম্যাচের ২৫ মিনিটে পারমার উরুগুইয়ান স্ট্রাইগার গেস্তন ব্রুগম্যানের গোলে লিড গেষ্টদের। তবে ৪৩ ও ৪৭ মিনিটে অ্যালেক্স সান্দ্রোর জোড়া গোলে ম্যাচে ফেরে য়্যুভেন্তাস। আর ৬৮ মিনিটে দি লিজের গোলে ৩-১ এর জয় নিশ্চিত হয় তোরিনের ওল্ড লেডিদের।
অন্যদিকে, কোপা দে ফ্রান্সের কোয়ার্টার ফাইনালে প্যারিস সেইন্ট জার্মেইয়ের প্রতিপক্ষ ছিলো অ্যাঙ্গার্স। নিজেদের মাঠে প্রতিপক্ষকে নিয়ে রীতিমত গোল প্র্যাক্টিসে মেতে ওঠে পিএসজি। ম্যাচের ৯, ৬৮ ও ৯০ মিনিটে অ্যাঙ্গার্সের জাল কাপিয়ে হ্যাটট্রিক পূরণ করেন ইকার্দি। মাঝে ২৩ মিনিটে অবশ্য ওন গোল করে বসেন ভিনসেন্ট মোসুই, আর ৬৫ মিনিটে জাল কাঁপান নেইমার। ফলে ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।