রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:২৮ পূর্বাহ্ন

বিশ্ব ধরিত্রী দিবস আজ

Taj Afridi
  • Update Time : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১

আজ বিশ্ব ধরিত্রী দিবস। প্রতি বছর আজকের দিনে পালন করা হয় এই দিবসটি। ‘রিস্টোর আওয়ার আর্থ’ প্রতিপাদ্য নিয়ে ৫১তম বিশ্ব ধরিত্রী দিবস পালিত হচ্ছে।।

পৃথিবীকে নিরাপদ এবং বাসযোগ্য করে তুলতে জলবায়ু সংকট এবং পরিবেশ দূষণ রোধে বিশ্বজুড়ে মানুষ মহামারির সীমাবদ্ধতার মধ্যে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করবে। এমন সময় দিবসটি পালিত হচ্ছে যখন করোনা মহামারির কারণে থমকে আছে বিশ্ব। এবার পরিবেশ রক্ষায় ধরিত্রী দিবসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জলবায়ু শীর্ষক সম্মেলনের আয়োজন করেছেন। ভার্চুয়াল এ সম্মেলনে বিশ্বের ৪০টি দেশের নেতার অংশগ্রহণ করবেন।

১৯৭০ সালে জলবায়ু বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে  রাস্তায় নামে যুক্তরাষ্ট্রের প্রায় দুই কোটি মানুষ। সে বছরই মার্কিন সিনেটর গেলর্ড নেলসন দিবসটির প্রচলন করেন। দিবসটি আন্তর্জাতিকভাবে পালন শুরু হয় ১৯৯০ সালে। আর্থ ডে নেটওয়ার্কের আয়োজনে বর্তমানে বিশ্বের ১৯৩ টিরও বেশি দেশ এই দিবসটি পালন করে থাকে।

এইচ বিডি নিউজ টুয়েন্টি ফোর এ আপনাকে স্বাগতম। “সময়ের প্রয়োজনে- HBD NEWS24” নিয়ে আমরা আছি আপনার পাশে। আপনার পাশে ঘটে যাওয়া নানা সংগতি, অসংগতি আর তথ্য নিয়ে আপনিও যোগ দিন HBD NEWS 24 এ আমাদের কাছে মেইল করুন: hbdnews24@yahoo.com

More News Of This Category

© All rights reserved © 2012 HBDNEWS24

POWERED BY MH GROUP OF COMPANY.