লকডাউন চলাকালে নির্দেশনা অনুযায়ী বেশিরভাগ পোশাক কারখানাই শ্রমিক পরিবহণের ব্যবস্থা করেনি, শ্রমিকদের ভোগান্তি।
দেশব্যাপী কঠোর বিধিনিষেধের মধ্যেই চলছে শিল্পকারখানা। স্বাস্থ্যবিধি মেনে চললেও নির্দেশনা অনুযায়ী বেশিরভাগ কারখানাই শ্রমিকদের পরিবহণের ব্যবস্থা করেনি। ফলে কাজে যেতে ভোগান্তিতে পড়েছেন বেশির ভাগ শ্রমিক।
অন্যদিনের মতো আজকের চিত্রটাও ছিল একইরকম। শ্রমিকদের এমন তাড়া দেখে বোঝার উপায় নেই, সারা দেশে চলছে কঠোর বিধিনিষেধের আটদিন ব্যাপী লকডাউন। কর্মক্ষেত্রে প্রবেশে পার করতে হচ্ছে কয়েকটি ধাপ। মানতে হচ্ছে স্বাস্থ্যবিধি।
বেশির ভাগ শ্রমিকই এসেছেন পায়ে হেঁটে। সরকারি নির্দেশনা অনুযায়ী কারখানা কর্তৃপক্ষই শ্রমিকদের জন্য পরিবহণ ব্যবস্থা করার কথা থাকলেও তা মানা হয়নি।
শ্রমিকরা জানান, যাদের বাসা দূরে তাদের অফিসে বা কারখানায় আসতে খরচ হচ্ছে দ্বিগুণেরও বেশি টাকা, সঙ্গে রয়েছে নানান ভোগান্তি।
এদিকে, ইপিজেড এর আওতাধীন পোশাক কারখানাগুলোতে পরিবহণসহ শতভাগ স্বাস্থ্যবিধি মানা হচ্ছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। রমজান মাস হওয়ায় বেশিরভাগ শিল্পকারখানায় সময়ের পরিবর্তন আনা হয়েছে।