শবেবরাত ও ভারতে সনাতন ধর্মালম্বীদের হোলি উৎসবকে ঘিরে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম সোমবার ও মঙ্গলবার দু’দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৯ মার্চ) বিকেলে বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি ও পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রুহুল আমীন বাবুল বিষয়টি নিশ্চিত করেছেন।
বুড়িমারী স্থলবন্দরের কাস্টমস্ সহকারী কমিশনার (এসি) কেফায়েত উল্যাহ মজুমদার জানান, পবিত্র শবেবরাত ও হোলি উৎসব উপলক্ষে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি দুই দিনের জন্য বন্ধ থাকবে। আগামী বুধবার যথানিয়মে আমদানি-রপ্তানি শুরু হবে।
বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ নেওয়াজ নিশাত বলেন, সোমবার (২৯ মার্চ) হিন্দু ধর্মালম্বীদের হলি উৎসব ও মঙ্গলবার (৩০ মার্চ) মুসলমানদের পবিত্র শবেবরাত উপলক্ষে স্থলবন্দর দুই দিন বন্ধ রয়েছে। এবার পবিত্র শবেবরাত ও ভারতের হোলি উৎসব এক সঙ্গে হওয়ায় বুড়িমারী স্থলবন্দর দুই দিন বন্ধ।