একজন কণ্ঠশিল্পীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে, মৃত্যুর খবর ছড়িয়ে দেয় হ্যাকার। অনাকঙ্ক্ষিত এই খবরে ওই শিল্পীর ভক্ত ও কাছের মানুষ হতবাক হয়ে যান। সন্ধ্যায় ওই কণ্ঠশিল্পী ফেসবুক ফিরে সবাই আশ্বস্ত করলে বিষয়টি পরিষ্কার হয়।
মোমিন বিশ্বাস, প্রয়াত জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের শীষ্য হিসেবে পরিচিত। এন্ড্রু কিশোরের অসুস্থতার সময় গণমাধ্যম ও কাছের মানুষের সঙ্গে এন্ড্রু কিশোরের যোগাযোগসূত্র ছিলেন মোমিন বিশ্বাস। মোমিন বিশ্বাস নিজেও একজন প্রতিভাবান কণ্ঠশিল্পী।
বৃহস্পতিবার সকালে মোমিন বিশ্বাসের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট দেওয়া হয়, ‘মোমিন বিশ্বাস হার্ট অ্যাটাক করে মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।’
এরপর ভক্ত-শ্রোতা, শুভাকাঙ্ক্ষী, সহশিল্পীরা বিষয়টি অবাক হন এবং নানাভাবেই খবর নেওয়ার চেষ্টা করেন। এদিন সন্ধ্যায় মোমিন বিশ্বাস নিজেই একটি ভিডিও প্রকাশ করে বিষয়টি পরিষ্কার করেন। তিনি বলেন, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া, ভালোবাসা এবং আল্লাহর রহমতে আমি ভালো আছি, সুস্থ আছি! মাঝরাতে আমার ফেসবুক আইডি হ্যাক করা হয়েছিল, এরপর হ্যাকাররা আমার মৃত্যুর গুজবে সবাইকে বিভ্রান্ত করে!’
সাবিনা ইয়াসমিনের সঙ্গে মোমিন বিশ্বাস
তিনি বলেন, ‘এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে অসংখ্য মানুষের উদ্বেগ আর উৎকন্ঠায় সবাই বিচলিত হয়েছেন এবং পরম ভালোবাসায় আমার খোঁজ নিয়েছেন! আপনাদের সবার প্রতি আমি চিরকৃতজ্ঞ এবং এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এত মানুষ আমার মতো নগণ্য মানুষকে এতটা ভালোবাসেন, স্নেহ করেন ভেবে অবাক হয়েছি! সকালবেলা সাইবার ক্রাইম ইউনিটকে বিষয়টি জানাই, তাঁরা এতটা আন্তরিকতার সঙ্গে বিষয়টি সমাধান করেছেন এ জন্য তাঁদের প্রতিও কৃতজ্ঞতা জানাই।’
মোমিন বিশ্বাস সাবিনা ইয়াসমিনসহ দেশের প্রায় সব কণ্ঠশিল্পীর সঙ্গে গান গেয়েছেন। সাবিনা ইয়াসমিনের সঙ্গে যেদিন প্লেব্যাক করলেন- সেদিন মোমিন সম্পর্কে কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন বলেছিলেন, ‘আজ কিশোরের একটা স্বপ্ন পূরণ হলো। তার পছন্দের ছেলেটা আজ আমার সঙ্গে গাইল। এটা খুব আনন্দের দিন। এন্ড্রু কিশোর বেঁচে থাকলে আজ অনেক আনন্দিত হতো। আমাকে মোমিন যখন গানটা শুনিয়েছে। ভালো লেগেছে, যখন শুনলাম তার সুর করা, তখন আরো মনোযোগ দিয়ে শুনেছি।