আন্তর্জাতিক ক্রীড়া, জাতীয় উচ্চাঙ্গ সঙ্গীত প্রতিযোগিতা, বায়োলজী অলিম্পিয়াড ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে বিশেষ অবদানের জন্য এ সংবর্ধনার আয়োজন করে সাউথ পয়েন্ট কর্তৃপক্ষ। ছবির ডান দিক থেকে শিক্ষার্থীরা হলো বায়োলজী অলিম্পিয়াডে দ্বিতীয় রানারআপ ইংরেজি মাধ্যমের ৮ম গ্রেডের আারিজ আনাস, চ্যাম্পিয়ন ৯ম গ্রেডের ওয়াফিয়া ইমরান, বিশেষ পুরস্কার প্রাপ্ত গ্রেড সিক্সের সাজিয়া শারমিন শাহাদাত, মালদ্বীপ দাবায় স্বর্ণজয়ী গ্রেড ফোরের ওয়ারসিয়া খুশবু, পাওয়ার পয়েন্ট প্রজেন্টেশনে বাংলাদেশে ১ম ৯ ম শ্রেনির ছাত্রী আদিলা রাদওয়ান ও সঙ্গীতে বাংলাদেশে ১ম সিন্চানা আাচার্য্য সুহা। স্পোর্টস কোঅর্ডিনেটর শওকত সিদ্দিকী ও ইংরেজি মাধ্যমের শিক্ষক সুলতানা শারমিনের সঞ্চালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ মালিবাগের অধ্যক্ষ কর্নেল মোঃ শামসুল আলম পি এস সি ( অবঃ), বাংলা- ইংরেজি ভার্সনের উপাধ্যক্ষ জেরিনা ফেরদৌস, ইংরেজি মাধ্যমের উপাধ্যক্ষ শাহনাজ বেগম, ইংরেজি মাধ্যমের কোঅর্ডিনেটরবৃন্দ ও সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের অন্যান্য শিক্ষার্থী – অভিভাবক মন্ডলী। অধ্যক্ষ কর্নেল শামস প্রধান অতিথির বক্তব্যে বলেন লেখাপড়ার পাশাপাশি এমন আান্তর্জাতিক ও জাতিয় প্রতিযোগিতায় সাফল্য বয়ে আানা সত্যিই নিজ প্রতিষ্ঠান তথা দেশ – জাতির জন্য গর্বের বিষয়। তিনি সাফল্যের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহবান জানান ও সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।