মার্কস এ্যাকটিভ স্কুল দাবা চ্যাম্পিয়নশিপ-২০২২ উদ্বোধনী অনুষ্ঠানে আন্তর্জাতিক আসরে বাংলাদেশ এর জন্য পদক বিজয়ী দাবাড়ুদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ দাবা ফেডারেশন। আবুল খায়ের গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে দেশব্যাপী অনুষ্ঠেয় মার্কস এ্যাকটিভ স্কুল দাবা চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠান আজ (সোমবার) রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের উৎসব হলে অনুষ্ঠিত হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারর স্বরাস্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, এম,পি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ স্কুল দাবা প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ও সাউথ এশিয়ান চেস কাউন্সিল ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সভপতি ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারর যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন, বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ও বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক ড. শোয়েব রিয়াজ আলম ও গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ, আবুল খায়ের গ্রুপের উপ ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ সভাপতি আবু সাঈদ চৌধুরী, বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ সভাপতি কে এম শহিদউল্যা, বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মল্লিক দিপু, কার্যনির্বাহী সদস্য ও স্কুল দাবা কমিটির সদস্য-সচিব আন্তর্জাতিক অর্গানাইজার মাহমুদা হক চৌধুরী মলি, গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ও গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীবসহ বাংলাদেশ দাবা ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সকল জেলার পুলিশ সুপার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং অন্যান্য কর্মকর্তা ও স্কুলের ছাত্র-ছাত্রীরা ভার্চুয়ালী জুমের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে যোগদেন ।
এবারের স্কুল দাবা দলগত পর্যায়ে অনুষ্ঠিত হবে, দুই দিন ব্যাপী বাছাই প্রতিযোগিতার মাধ্যমে প্রতিটি জেলায় ৮ হতে ১০ টি দলকে নির্বাচিত করা হবে হোম এন্ড এওয়ে পদ্ধতিতে এ স্কুল দাবা প্রতিযোগিতার জন্য। জেলা পর্যায়ের পর বিভাগীয় পর্যায়ে স্কুল দাবা অনুষ্ঠিত হবে এবং সবশেষে বিভাগীয় পর্যায়ের বিজয়ীদের নিয়ে ঢাকায় চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ দাবায় অবদান এর জন্য দাবাড় গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ, গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ও গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব কে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ দাবা ফেডারেশন। এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক আসরে পদক বিজয়ী ও মালদ্বীপে অনুষ্ঠিত ওয়েস্টার্ন এশিয়ান ইয়ুথ দাবা ২০২২ চ্যাম্পিয়নশিপে স্বর্ণজয়ী খুদে দাবাড়ু ওয়ারসিয়া খুশবু সহ অন্যান্য খুদে দাবাড়ুদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ দাবা ফেডারেশন।
সংবর্ধিত খুদে দাবাড়ু নওশিন আনজুম, ব্রোঞ্জ পদক জয়ী সাজেদুল হক, মনন রেজা নীড়, রৌপ্যপদক জয়ী সাকলায়ন মোস্তফা সাজিদ ও স্বর্ন পদক জয়ী ওয়ার্সিয়া খুশবু।