মালদ্বীপের ইউকুলহাস দ্বীপে অনুষ্ঠিত ওয়েস্টার্ন এশিয়ান ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপস ২০২২ শেষ করে বাংলাদেশ ২৪ জুন রাত ৯ টায় ফিরেছে খুদে দাবাড়ু দল।
খুদে দাবাড়ুদের কে হযরত শাহজালাল এয়ারপোর্টে ফুলের মালা দিয়ে বরন করেন সাউথ পয়েন্ট স্কুল স্পোর্টস কোর্ডিনেটর। সাউথ পয়েন্ট স্কুল এর খুদে দাবাড়ু ওয়ারসিয়া খুশবু ১ টি অর্জন করেছে বাংলাদেশের জন্য।
বাংলাদেশ এ ইভেন্ট হতে মোট ৪ টি পদক পেয়েছে যার মধ্যে র্যাপিড দাবায় বালিকা অনুর্ধ্ব বিভাগে ওয়ারসিয়া খুশবু ১টি স্বর্ন, ওপেন অনুর্ধ্ব-১৪ বিভাগে মোঃ সাজিদুল হক ১ টি ব্রোঞ্জ, স্ট্যান্ডার্ড দাবায় সাকলাইন ১টি রৌপ্য ও ব্লিটজ দাবায় সাকলাইন ১টি ব্রোঞ্জ পদক লাভ করেন।
স্ট্যান্ডার্ড, র্যাপিড ও ব্লিটজ এই তিন ইভেন্ট দাবায় ওপেন অনুর্ধ্ব-৮ গ্রুপে রাইয়ান রশিদ মুগ্ধ, ওপেন অনুর্ধ্ব-৮ গ্রুপে সাফায়েত কিবরিয়া আজান, ওপেন অনুর্ধ্ব- ১০ গ্রুপে আয়ান রহমান, ওপেন অনুর্ধ্ব-১৪ গ্রুপে মোঃ সাজিদুল হক, ওপেন অনুর্ধ্ব-১৪ গ্রুপে সৈয়দ রিদওয়ান, ওপেন অনুর্ধ্ব-১৬ গ্রুপে মোহাম্মদ সাকের উল্লাহ, ওপেন অনুর্ধ্ব-১৮ গ্রুপে মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ও ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড়। বালিকা অনুর্ধ্ব-১৮ গ্রুপে কাজী জারিন তাসনিম, বালিকা অনুর্ধ্ব-১৪ গ্রুপে ইশরাত জাহান দিবা, বালিকা অনুর্ধ্ব-১০ গ্রুপে ওয়ারসিয়া খুশবু, বালিকা অনুর্ধ্ব-১৬ গ্রুপে জান্নাতুল ফেরদৌসী অংশগ্রহণ করেন। ওয়েস্টার্ন এশিয়ান ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপস ২০২২ অনুর্ধ্ব-৮,১০,১২,১৪,১৬ ও ১৮, ওপেন ও বালিকা বিভাগ। এশিয়ার ৯ টি দেশের ১৫০ জন খেলোয়াড় বিভিন্ন ক্যাটাগরিতে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।