সিটি করপোরেশন নির্বাচনে ভোট কেনার জন্য টাকা বিতরণের সময় দুই কাউন্সিলর প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ জুন) গভীর রাতে নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের কাটাবিল স্কুলের সামনে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান।
স্থানীয়রা জানান, কাটাবিল এলাকার লাটিম প্রতীকের কাউন্সিলর প্রার্থী আরমানুর রহমান আরমানের লোকজন টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছিল। এ সময় করাত প্রতীকের প্রার্থী হুমায়ুন কবিরের লোকজন বাধা দিলে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ঘটনায় কাউন্সিলর প্রার্থী হুমায়ুন কবিরের তিন কর্মী উজ্জল, রাফি ও শাওন আহত হয়। তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগের বিষয়ে লাটিম প্রতীকের প্রার্থী আরমানুর রহমান আরমানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও বন্ধ পাওয়া যায়।
ওসি সহিদুর রহমান জানান, গভীর রাতের ঘটনা। এখনো লিখিত কোন অভিযোগ পাইনি।