দীর্ঘ ২ বছর কোভিড-১৯ ঘরবন্দী করে রেখেছিল খেলোয়ারদের, বিশেষ করে শিশু দাবারুরা। অনলাইনে পড়ালেখা আর অনলাইনেই দাবা। সেই প্রতীক্ষা শেষ হলো বাংলাদেশের খুদে দাবারু খুশবু সহ সকলের। এশিয়ান দাবা ফেডারেশন এবং ফিদে এর সহযোগিতায় মালদ্বীপ দাবা ফেডারেশন আয়োজন করছে ওয়াষ্টার্ন এশিয়ান যুব দাবা চ্যাম্পিয়াশিপ-২০২২।
জুন ১৫ থেকে জুন ২২, ২০২২ পর্যন্ত দাবা চ্যাম্পিয়ানশিপে – বাংলাদেশ, ইন্ডিয়া, কাজাকিস্তান, কিরগিস্তান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলংকা, উজবেকিস্তান সহ এশিয়ার ০৯ টি দেশের অনুর্ধ – ০৮, ১০, ১২, ১৪, ১৬ ও ১৮ দাবারুরা বালক ও বালিকা বিভাগে অংশগ্রহন করবে।
এই চ্যাম্পিয়ানশিপে বাংলাদেশের ১৪ জন খেলোয়াড় বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নিচ্ছেন। নোশিন আনজুম (১৮), ওয়ার্সিয়া খুশবু (১০-বালিকা), আরিশা হোসেন তুবা (০৮-বালিকা), ইসরাত জাহান দিবা (১৪-বালিকা), জান্নাতুল ফেরদৌসি (১৬-বালিকা), কাজী জারিন তাসনিম (১৮-বালিকা), রায়হান রশিদ (০৮-বালক), সাফায়াত কিবরিয়া (০৮-বালক), আয়ান রহমান (১০-বালক), সাকলাইন মোস্তফা সাজিদ (১২-বালক), সাজিদুল হক (১৪-বালক), মোহাম্মদ শাকের উল্লাহ (১৬-বালক) ও মনন রেজা নীড় (১৮-বালক)।
০৩ টি ইভেন্ট রেপিড (জুন-১৬), স্ট্যান্ডার্ড (জুন-১৭-২২), বিøজ (জুন-২২) এ দাবারুরা প্রতিযোগিতা করবে। ২০১৮ ও ২০১৯ সালে বাংলাদেশের খুদে দাবারু উক্ত চ্যাম্পিয়ানশিপে অংশ নেয় এবং কৃতিত্ব অর্জন করে। জুন-১৫, ২০২২ বাংলাদেশের খুদে দাবারু চ্যাম্পিয়ানশিপে অংশগ্রহন এর জন্য মালদ্বীপ উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।