চাষ করা যাবে, কিন্তু প্রকাশ্যে তা সেবন করে দুর্গন্ধ ছড়ালে গুনতে হবে জরিমানা।
এ বিধি ভঙ্গ করলে তিন মাসের জেল এবং ২৫ হাজার বাথ (প্রায় ৭৩ হাজার টাকা) জরিমানা-এমন বিধান রেখে শিগগিরই বাড়িতে গাঁজা চাষের অনুমতি দিচ্ছে থাইল্যান্ড সরকার। একই সঙ্গে গাঁজা বিক্রির বিধিনিষেধও শিথিল করা হবে।
বৃহস্পতিবার গাঁজাকে মাদকের তালিকা থেকে বাদ দেবে থাইল্যান্ডের সরকার। তবে শুধু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্বল্পমাত্রার গাঁজা সেবনের অনুমতি দেওয়া হবে।
গাঁজাতে থাকা মানসিক প্রভাবের জন্য দায়ী মুখ্য উপাদান টেট্রাহাইড্রোকানাবিনল শূন্য দশমিক ২ শতাংশের বেশি থাকা চলবে না। কর্মকর্তারা জানিয়েছেন, জনসাধারণের মধ্যে ধূমপান করা উচিত নয় এবং এটি করা জনসাধারণের জন্য উপদ্রব হিসাবে বিবেচিত হবে।
জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব থংচাই কিরাতিহাত্তায়াকর্ন সংবাদমাধ্যমকে বলেছেন, ‘গাঁজার ধোঁয়া জনস্বাস্থ্য আইনের অধীনে অপরাধ বলে বিবেচিত হবে এবং শিগগিরই এ সংক্রান্ত একটি ঘোষণা দেবে স্বাস্থ্য বিভাগ।’