সাপের কামড়ে শিশুর মৃত্যু নয় বরং শিশুর কামড়ে সাপের বাচ্চা মারা গেছে বলে দাবি করা হচ্ছে পরিবারের পক্ষ থেকে। আজ মঙ্গলবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার উজলপুর গ্রামের বিলপাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনার পর শিশুটিও অসুস্থ হয়ে পড়ে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর শিশুটি সুস্থ হয়েছে।
শিশু জান্নাতুলের মা শিলা খাতুন জানান, আজ মঙ্গলবার সকালে চাচাতো ভাই কাওসারের সঙ্গে জান্নাতুল ঘরের মধ্যে খেলা করছিল। খেলতে খেলতে এক পর্যায়ে জান্নাতুল ও কাওসার ঘরের খাটের নিচে চলে যায়। সেখানে ছিল একটি সাপের বাচ্চা। জান্নাতুল সাপের বাচ্চাটি ধরে মুখে নিয়ে কামড়ে ধরে। এতে সাপের বাচ্চাটি মারা যায়। জান্নাতুলও অসুস্থ হয়ে পড়ে। তাকে দ্রুত নিয়ে আসা হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান মিলন বলেন, ‘আমরা ওই শিশুটিকে হাসপাতালে তিন-চার ঘণ্টা পর্যবেক্ষণে রেখেছিলাম। শিশুটি ভালো আছে। তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ‘
তিনি আরো বলেন, হতে পারে শিশুটি সাপের শ্বাসনালিতে কামড় দিয়েছিল। এ কারণেই মৃত্যু হয়েছে। সাপের নাম চিহ্নিত করা যায়নি।