একুশের অমর সংগীত ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’— রচয়িতা, বরেণ্য সাংবাদিক, সাহিত্যিক ও কলাম লেখক আবদুল গাফফার চৌধুরীর মরদেহ ঢাকায় পৌঁছেছে। আজ শনিবার (২৮ মে) ১১টা ৫ মিনিটে তার মরদেহ বহনকারী ফ্লাইটটি ঢাকায় এসে পৌঁছায়।
সরকারের পক্ষ থেকে মরদেহটি গ্রহণ করেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের তত্ত্বাবধানে আসা একই ফ্লাইটে প্রয়াতের স্বজনরাও দেশে ফিরেছেন।
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আবদুল গাফফার চৌধুরীর মরদেহ দুপুর ১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হবে। সেখানে ‘গার্ড অব অনার’ দেওয়ার পর বেলা ৩টা পর্যন্ত সকলের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জানাজার পর বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবে আনা হবে বরেণ্য এই সাংবাদিকের মরদেহবাহী কফিন।
গাফফার চৌধুরী গত ১৯ মে লন্ডনের একটি হাসপাতালে ৮৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে ২০ মে (শুক্রবার) পূর্ব লন্ডনের ব্রিক লেন মসজিদে তার প্রথম নামাজে জানাজা হয়। এরপর পূর্ব লন্ডনের ঐতিহাসিক শহীদ আলতাব আলী পার্কের শহীদ মিনারে বাংলাদেশি-ব্রিটিশ কমিউনিটির সদস্যরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে।