রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:২৮ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারীতে ঝড়ের তান্ডব ব্যাপক ক্ষয়ক্ষতি

Hbdnews24
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
আরিফুল ইসলাম জয়
কুড়িগ্রাম ভূরুঙ্গামারী প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৭ মে) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এই ঝড় শুরু হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই ঝড়ে গাছপালা উপড়ে পড়ে ঘরবাড়ি ও দোকানপাট ভেঙে গেছে। এ ছাড়াও ঝড়ো হাওয়ার সঙ্গে প্রচণ্ড বৃষ্টিতে কৃষকের উঠতি ফসল বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তা ছাড়াও ঝড়ে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হওয়ায় উপজেলাজুড়ে বিদ‍্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ফলে লোডশেডিং বিরাজ করছে সর্বত্রে।
সরেজমিনে উপজেলা দেওয়ানের খামার, কামাত আঙ্গারিয়া, বাগভান্ডার, সোনাতুলী, পশ্চিম ছাট গোপালপুর, চর ভূরুঙ্গামারী, পাইকেরছড়া ও ইসলামপুর গ্রাম ঘুরে দেখা গেছে, মধ্যে রাতের ঝড়ের তাণ্ডবে বিভিন্ন জাতের বড় বড় গাছ উপড়ে পড়েছে। ভেঙ্গে গেছে সুপারিগাছসহ অন‍্যান‍্য গাছপালা। টিনের চাল উড়ে গিয়ে ভেঙ্গে গেছে কাঁচা ঘরবাড়ি।
ঝড়ে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের কামাত আঙ্গারি গ্রামের বাবুল হোসেন বাবলু জানান, তার বৃদ্ধ মায়ের থাকার ঘরের উপর একটি বড় গাছ উপড়ে পড়েছে। অল্পের জন‍্য প্রাণে রক্ষা পেয়েছেন তার মা।
সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রহিম ও শিউলি বেগম দম্পতি জানান, তাদের একমাত্র থাকার টিনসেট ঘরটি ঝড়ে উড়ে গেছে। এখন সন্তানদের নিয়ে খোলা আকাশের নীচে তারা।
পাইকেরছড়া ইউনিয়নের পাইকের ছড়া গ্রামের মেছবাহুল আলম. রানা ও আনোয়ার জানান, তাদের গ্রামের ১২-১৩টি টিন সেট বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কিছু গাছপালা ভেঙ্গে পড়েছে।
চরভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের কৃষক বাবু মিয়া বলেন, পাঁচ বিঘা জমিতে ইরি-বোরো ধান আবাদ করেছিলাম। আড়াই বিঘা জমির ধান কেটেছি। বাকি ধান গত রাতের বৃষ্টিতে তলিয়ে গেছে।

এইচ বিডি নিউজ টুয়েন্টি ফোর এ আপনাকে স্বাগতম। “সময়ের প্রয়োজনে- HBD NEWS24” নিয়ে আমরা আছি আপনার পাশে। আপনার পাশে ঘটে যাওয়া নানা সংগতি, অসংগতি আর তথ্য নিয়ে আপনিও যোগ দিন HBD NEWS 24 এ আমাদের কাছে মেইল করুন: hbdnews24@yahoo.com

More News Of This Category

© All rights reserved © 2012 HBDNEWS24

POWERED BY MH GROUP OF COMPANY.