বি.সরকার। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।। খুলনা-৬ ( পাইকগাছা-কয়রার) এমপি মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, “যে কোন জাতীয় দুর্যোগ মোকাবেলায় প্রশিক্ষিত সিপিপি’র কর্মীরা জীবন বাজী রেখে মানুষের কল্যানে কাজ করে থাকেন”। সোমবার সকালে পাইকগাছা প্রেসক্লাবে আয়োজিত সিপিপি ইউনিট টিম লীডারদের দিনব্যাপী ওয়ার্কসপ-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরোও বলেন, আমি নির্বাচিত হবার পর ওয়াদা স্বরুপ সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের সাথে যোগাযোগ করে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে ২ হাজার নারী-পুরুষের সম্বন্নয়ে সিপিপি’র শক্তিশালী একটি কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে সদস্যরা দুর্যোগ কাল সহ পরবর্তীতে করনীয় বিয়য়ে প্রশিক্ষন নিয়েছেন। এরই মধ্যে কমিটির তৃনমুল পর্যায়ে বিভিন্ন সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। জলবায়ুর বিরুপ প্রভাবে যে কোন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ও উপকূলীয় এলাকার মানুষের জানমালের নিরাপত্তার কথা ভেবে শেখ হাসিনার সরকারের বহুমুখী পদক্ষেপ প্রশংসনীয়। এ ক্ষেত্রে মেগা-মেগা প্রকল্প গ্রহন করে তা বাস্তবায়ন করে চলেছেন। সিপিপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রানালয় আয়োজিত ঘুর্নিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি)-র সহকারী পরিচালক মোঃ মামুনুর রশীদ এর সভাপতিত্বে এ ওয়ার্কসপ-এ বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু। বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাবেক নেতা এমএম আজিজুল হাকিম, উপজেলা সিপিপির টিম লিডার ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন, বিভিন্ন ইউনিটের টিম লিডার শেখ জুলি, আসাদুজ্জামান খান, গৌতম রায়, তাপষ ঘোষ, প্রসেন ঢালী, ছাত্রলীগ নেতা মাসুদুর রহমান মানিক, দীপঙ্কর মন্ডল, মৃগাঙ্ক বিশ্বাস, কবির উদ্দিন, রথীন মন্ডল, মোঃ টুটুল, মুক্ত অধিকারী, মাসুম বিলাশ, অনিমেশ সহ অনেকে।