বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা এবং উৎসবের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার ভিয়েনার পিটার-জোরডান স্ট্রাসেতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীসহ রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন ও জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর পাঠানো বাণী পাঠ করে শোনানো হয়।
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে প্রবাসী শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করে অস্ট্রিয়ার বাংলাদেশ দূতাবাস।
রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি আব্দুল মুহিত বলেন, শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের পক্ষে কৈশোর থেকেই বঙ্গবন্ধুর আন্দোলন ও সংগ্রাম তাকে পরবর্তীতে বাঙালি জাতি বিনির্মাণের এক আপসহীন, দৃঢ়চেতা ও অবিসংবাদিত নেতায় পরিণত করে। বঙ্গবন্ধুর সম্মোহনী ব্যক্তিত্ব ও ঐন্দ্রজালিক নেতৃত্ব সমগ্র জাতিকে একসূত্রে গেঁথেছিল যার ফলে বাঙালি জাতি পেয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
দিবসটি উপলক্ষে দূতাবাস কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের মধ্যে পুরস্কার বিতরণ করেন রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত। তিনি উপস্থিত শিশু-কিশোরদের সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে জন্মদিনের কেক কাটেন।