রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:৪৪ পূর্বাহ্ন

আবাসিক ভবনে গোলাবর্ষণ কিয়েভে

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ মার্চ, ২০২২

ইউক্রেনে রুশ আগ্রাসনের ১৯তম দিনেও হামলা অব্যাহত রয়েছে। কিয়েভে রুশ বাহিনী আবাসিক ভবনে গোলাবর্ষণ করেছে। এতে অন্তত একজন নিহত ও চারজন আহত হয়েছেন। খবর সিএনএনের।

তবে ইউক্রেনের রাষ্ট্রীয় টিভির বরাত দিয়ে সোমবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকালে স্থানীয় সময় ৭টা ৪০ মিনিটে চালানো হামলার পর দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে কিয়েভের ওই আবাসিক ভবনে রুশ হামলার পরের কিছু ছবি প্রকাশ করেছে ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিস। এসব ছবিতে ৯তলা বিশিষ্ট ভবনের ওই ব্লক থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। এ ছাড়া ভবনে আটকেপড়াদের উদ্ধারে জরুরি সেবা কর্মীদের মই ব্যবহার করতেও দেখা যায়।

এদিকে ইউক্রেনে চলমান সামরিক অভিযানের মধ্যেই রাশিয়া চীনের কাছে অস্ত্র ও আর্থিক সহায়তা চেয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।

এইচ বিডি নিউজ টুয়েন্টি ফোর এ আপনাকে স্বাগতম। “সময়ের প্রয়োজনে- HBD NEWS24” নিয়ে আমরা আছি আপনার পাশে। আপনার পাশে ঘটে যাওয়া নানা সংগতি, অসংগতি আর তথ্য নিয়ে আপনিও যোগ দিন HBD NEWS 24 এ আমাদের কাছে মেইল করুন: hbdnews24@yahoo.com

More News Of This Category

© All rights reserved © 2012 HBDNEWS24

POWERED BY MH GROUP OF COMPANY.