মাসের ২৫ ও ৩০ মার্চ বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। ইতিমধ্যে কাতার বিশ্বকাপ নিশ্চিত করা ব্রাজিলের এই দুই ম্যাচের প্রতিপক্ষ চিলি ও বলিভিয়া। দুটি ম্যাচের জন্য ২৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন সেলেসাও বস তিতে।
তিতের এই স্কোয়াডে জায়গা করে নিয়েছেন এস্টন ভিলায় দারুণ ফর্মে থাকা ফিলিপে কোতিনহো, রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো, বার্সেলোনার দানি আলভেস, পিএসজির নেইমারের মত তারকারা।
প্রথমবারের মত ব্রাজিল জাতীয় দলে জায়গা করে নিয়েছেন আর্সেনাল তারকা মার্টিনেল্লি। তবে দলে জায়গা হয়নি ম্যানচেস্টার সিটির তারকা ফুটবলার গ্যাব্রিয়েল জেসুসের।
ব্রাজিলের ২৫ সদস্যের স্কোয়াড:
গোলকিপার: আলিসন, এডেরসন, ওয়েভারটন
ডিফেন্ডার: থিয়াগো সিলভা, মারকুইনস, এডার মিলিতাও, গ্যাব্রিয়েল মাগালেস, দানিলো, দানি আলভেজ, আলেক্স টেলেস ও গুইহারমে আরানা
মিডফিল্ডার: ব্রুনো গিমারেস, ফিলিপে কোতিনহো, লুকাস পাকুয়েতা, আর্থার, কাসেমিরো, ফ্রেড ও ফ্যাবিনিও