প্রতিরক্ষামন্ত্রী চিউ কুয়ো-চেং বলেছেন, বেইজিং যদি রাশিয়ার মতো আগ্রাসন চালানোর চেষ্টা করে, তবে চীন এবং তাইওয়ান উভয়কেই বড় ধরনের মাশুল দিতে হবে।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ব্যাপারে আলোচনার জন্য তাইওয়ানের সংসদ অধিবেশনের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেছেন, যদি যুদ্ধ হয়, খোলাখুলিভাবে বলতে গেলে- সবার জন্যই দুঃখজনক হবে, সেটা বিজয়ীর জন্যও।
তিনি আরো বলেছেন, আমরা শান্ত থেকে ‘উন্নয়নগুলো’ দেখছি এবং আমরা সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি।
ইউক্রেনে রাশিয়ার হামলার বিষয়টি তাইওয়ানের জন্য সতর্কতার।
কারণ, তারাও একই ধরনের আগ্রাসনের শিকার হওয়ার যথেষ্ট আশঙ্কা আছে।
তাইওয়ান নিজেদের একটি স্বাধীন দেশ হিসেবে দেখে এবং তাদের নিজস্ব সরকার ব্যবস্থা আছে। কিন্তু চীন দীর্ঘদিন ধরে তাইওয়ানকে নিজেদের প্রদেশ হিসেবে বিবেচনা করে এবং এটি নিজেদের অধীনে নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে।
গত সপ্তাহে তাইওয়ানের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ‘আজ ইউক্রেন, কাল তাইওয়ান’ স্লোগান।