তিতাসে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-গুলিসহ ২১ মামলার আসামিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার রাতে রায়পুর-আসমানিয়া সড়কের উপজেলার নারান্দিয়া স্লুইস গেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস। শনিবার দুপুরে গ্রেপ্তারকৃত দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার কলাকান্দি ইউনিয়নের বড় মাছিমপুর গ্রামের মৃত মতিন মিয়ার ছেলে ২১ মামলার আসামি মেহেদী মামুন ও জিয়ারকান্দি গ্রামের পূর্বপাড়ার রাইজুদ্দিনের ছেলে ইমন মিয়া।
পুলিশ তাদের কাছ থেকে দেশীয় তৈরি একটি পাইপগানসহ ছয় রাউন্ড কার্তুজ, একটি সুইচ গিয়ার ও রামদা উদ্ধার করেছে বলে জানিয়েছে।
শনিবার বিকেলে ওসি সুধীন চন্দ্র দাস জানান, নারান্দিয়া স্লুইস গেট এলাকায় সাত-আটজনের একটি ডাকাতদল সংঘবদ্ধ হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ছিনতাই-ডাকাতিসহ ২১ মামলার আসামি মামুনসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।