প্রথম ম্যাচে মাত্র এক রান করলেও পরের দুটি ম্যাচে নিজের জাত চিনিয়েছেন এই ডানহাতি ব্যাটার। সিরিজসেরা লিটন তিন ম্যাচে ৭৪.৩৩ গড়ে করেন মোট ২২৩ রান। সেই পারফরম্যান্সের পুরস্কার পেলেন তিনি।
সিরিজের পর ওয়ানডে র্যাংকিং হালনাগাদ করেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ব্যাটারদের র্যাংকিংয়ে উন্নতি হয়েছে লিটনের। ৫৯২ রেটিং নিয়ে ওয়ানডে র্যাংকিংয়ের সেরা অবস্থানে রয়েছেন তিনি। তার অবস্থান এখন ৩২ নম্বরে। লিটনের উন্নতি হলেও অবনমন হয়েছে মুশফিকুর রহীম ও তামিম ইকবালের। সিরিজ শুরুর আগে ১১ নম্বরে থাকা মুশফিক নেমে গেছেন ১৩ নম্বরে।
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ মাত্র ৩১ রান করা তামিম ইকবাল দুই ধাপ পিছিয়ে বর্তমানে ২৩তম স্থানে রয়েছেন। আফগানদের বিপক্ষে সিরিজ শুরুর আগে বোলারদের র্যাংকিংয়ে ছয় নম্বরে ছিলেন মেহেদি হাসান মিরাজ। প্রথম ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করলেও বল হাতে ছিলেন উইকেটশূন্য। দ্বিতীয় ম্যাচে একটি ও শেষটিতে দুটি উইকেট নেন মিরাজ। তাই র্যাংকিংয়ে অবনতি হয়েছে তার। ওয়ানডে বোলারদের র্যাংকিংয়ে মিরাজ এখন সাত নম্বরে