আর সফরের দ্বিতীয় দিনেই সামনে চলে এল এক চাঞ্চল্যকর ঘটনা। জানা গেছে, সফরে আসার আগে অস্ট্রেলিয়ার বাঁহাতি স্পিনার অ্যাশটন অ্যাগারকে খুনের হুমকি দেওয়া হয়েছিল। হুমকিটি সরাসরি অ্যাগারকে দেওয়া হয়নি, ইনস্টাগ্রামে অ্যাগারের স্ত্রী ম্যাডেলিনকে দেওয়া হয়েছিল।
হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, পাকিস্তান সফরে এলে তার স্বামীকে আর বেঁচে ফিরতে হবে না।
সেই হুমকির কিছু অংশের স্ক্রিনশট সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে বলা হয়, ‘এটা তোমার স্বামী অ্যাশটন অ্যাগারের প্রতি একটা সতর্কবার্তা। সে যদি পাকিস্তান সফরে আসে, তাহলে সে জীবন নিয়ে ফিরবে না। যদি সে পাকিস্তানে আসে তাহলে তোমার সন্তানেরা তাদের বাবাকে চিরতরে হারাবে। ’ ধারণা করা হচ্ছে, ভুয়া ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বার্তাটি অ্যাগারের স্ত্রীকে পাঠানো হয়েছে।
এই বিষয়ে সোমবার ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখপাত্র গণমাধ্যমকে জানান, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া সেই সামাজিক যোগাযোগ মাধ্যমের বার্তাটি সম্পর্কে জেনেছে। এই বিষয়ে পিসিবি ও পাকিস্তানের সরকারী নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গেও আলাপ হয়েছে। এ বিষয়ে তদন্তও হয়ে গেছে এরই মধ্যে। এই ঘটনায় এখনো নিরাপত্তা বিঘ্নিত হয়েছে বলে কোনো খবর নেই। এই নিয়ে আর কোনো মন্তব্য করা হবে না।