মার্চ থেকে অনলাইনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট ও সিট বুকিং চালু হবে জানিয়ে তিনি বলেন, রাডার নির্মাণসহ বিমানের আধুনিকায়নে নানা পদক্ষেপ নিয়েছে সরকার।
স্বাধীন সার্বভৌম দেশের প্রতীক হিসেবে বাংলার আকাশে উড়ছে ‘বলাকা’। মাত্র একটি ডিসি এয়ারক্রাফট নিয়ে ১৯৭২ সালের ৪ঠা জানুয়ারি যার যাত্রা শুরু। ৫০ বছরে ২১ টি উড়োজাহাজ নিয়ে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালানোর পাশাপাশি মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়াসহ ইউরোপেও পাড়ি দিচ্ছে দেশের একমাত্র সরকারি ও জাতীয় পতাকাবাহী বিমান পরিবহণ সংস্থাটি। সংস্থাটির সুবর্ণজয়ন্তীর আয়োজনে বুধবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী।
এ সময় প্রধানমন্ত্রী জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন জাতির পিতা। সরকার প্রধানের অভিযোগ, ২০০১ সালে ক্ষমতায় এসে জাতীয় পতাকাবাহী এই প্রতিষ্ঠানটিকে দুর্নীতি আর লুটপাটের রাজ্যে পরিণত করে বিএনপি-জামায়াত জোট। তবে, বর্তমান সরকার বিমানের আধুনিকায়নে নানা পদক্ষেপ নিয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময়, হয়রানি ছাড়া যাত্রীরা যেন মানসম্মত সেবা পায় সেদিকে লক্ষ্য রাখতে বিমান বাংলাদেশ এয়ালাইন্সের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এর আগে, একইস্থানে বিমানের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট ও খাম উন্মোচন করেন সরকার প্রধান। এ সময় বিমানের পক্ষ থেকে দেয়া শুভেচ্ছা স্মারক গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্মারক ডাকটিকিটিক ও খাম উন্মোচন অনুষ্ঠানে গণভবনে উপস্থিত ছিলেন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী, ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।