রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:২৮ পূর্বাহ্ন

পুতিনের আমন্ত্রণে রাশিয়া যাচ্ছেন ইমরান খান

Taj Afridi
  • Update Time : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২

সোমবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে আগামী ২৩-২৪ ফেব্রুয়ারি মস্কো সফরে যাবেন পাকিস্তানি প্রধানমন্ত্রী।

এর আগে রোববার রাশিয়ার প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছিলেন, মস্কো সফরের জন্য তারা পাকিস্তানি প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন।

এরপরই সোমবার পুতিনের আমন্ত্রণে সাড়া দেয়ার কথা জানায় পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, দুই নেতাই জ্বালানিসহ বিভিন্ন ক্ষেত্রেই দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন।

এতে আরো বলা হয়, ‘ইসলামোফোবিয়া ও আফগানিস্তানের পরিস্থিতিসহ বৃহৎ আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রের বিভিন্ন বিষয় নিয়ে দুই নেতা তাদের মতবিনিময় করবেন।’

পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই সফরে তার সাথে পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি, জ্বালানিমন্ত্রী হামমাদ আজহার, তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরিসহ অন্যরা থাকবেন।

ইমরান খানের মস্কোর সফরে ‘পাকিস্তান স্ট্রিম গ্যাস পাইপলাইন’ প্রকল্প সংক্রান্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ ঘোষিত হতে পারে বলে মনে করা হচ্ছে। এই প্রকল্পে ভারত-পাক সীমান্তবর্তী কাসুর থেকে বন্দরশহর করাচি পর্যন্ত গ্যাস পাইপলাইন স্থাপন করবে রাশিয়া।

এইচ বিডি নিউজ টুয়েন্টি ফোর এ আপনাকে স্বাগতম। “সময়ের প্রয়োজনে- HBD NEWS24” নিয়ে আমরা আছি আপনার পাশে। আপনার পাশে ঘটে যাওয়া নানা সংগতি, অসংগতি আর তথ্য নিয়ে আপনিও যোগ দিন HBD NEWS 24 এ আমাদের কাছে মেইল করুন: hbdnews24@yahoo.com

More News Of This Category

© All rights reserved © 2012 HBDNEWS24

POWERED BY MH GROUP OF COMPANY.