মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশনা দেন তিনি।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এনইসি সম্মেলন কক্ষের সাথে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বৈঠকে সভাপতিত্ব করেন। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরেন।
এসময় ৮ হাজার ৮০৪ কোটি টাকা ব্যয়ে ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয়া হয়। এর মধ্যে দেশের উপজেলা পর্যায়ে ফাইভ-জি সেবা পৌঁছে দিতে ১ হাজার ৫৯ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দেয়া হয়।যার আওতায় রেডিও লিংকের পরিবর্তে বসানো হবে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক। থাকবে বিকল্প সংযোগও।
এসময় প্রধানমন্ত্রী দ্রুত ফাইভ জি বাস্তবায়নের পাশাপাশি উন্নত ফোর জি সেবা নিশ্চিত করার তাগিদ দেন। বৈঠকে ৬১৯ কোটি টাকা ব্যয়ে বিদ্যুৎ বিভাগের জন্য প্রিপেইড মিটার কেনার প্রস্তাব অনুমোদন দেয়া হয়।
প্রকল্পের আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, বিলাসী ব্যবহারের জন্য বিদ্যুতে ভর্তুকি কোনও ভালো কথা নয়। এজন্য বিভিন্ন খাতে ভর্তুকি দেওয়া থেকে পর্যায়ক্রমে সরে আসার কৌশল বের করতে হবে।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, সব সরকারি হাসপাতালে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতে একনেক সভায় প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন। বেসরকারি হাসপাতালেও একই বিষয়ে শৃঙ্খলা আনার তাগিদ দেন একনেক চেয়ারপারসন।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়ে বলেছেন- ফাইজ জি সেবা চালু করুন। পাশাপাশি ফোর জি সেবা শক্তিশালী করুন। এছাড়া দ্বিতীয় বঙ্গবন্ধু স্যাটেলাইট চালু করার উদ্যোগ দ্রুত নেওয়ার জন্য প্রধানমন্ত্রী বলেছেন। এর বাইরে সব নভোথিয়েটার তদারকির জন্য আলাদা সংস্থা করার জন্য নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, আলাদা সংস্থার বিষয়ে সবার আগে যাচাই বাছাই করতে হবে।