রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:১৩ পূর্বাহ্ন

‘সাকিবকে আইপিএলে নিলে লাভবান হতো সেই দল’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২

প্রিমিয়ার লিগে (বিপিএল) ফর্মের তুঙ্গে থাকা সাকিব আল হাসানকে নিয়ে আইপিএলের নিলামে কাড়াকাড়ি করবে ফ্রাঞ্চাইজিরা— এমন ধারণা ছিল বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের।

কিন্তু নিলামে দুবার উঠলেও তার নামই মুখে নেয়নি কোনো ফ্রাঞ্চাইজি।  দেশসেরা তারকার নিলামে অবিক্রীত থেকে যাওয়ার বিষয়টি এখন বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে তুমুল আলোচনার বিষয়।

আইপিএলে সাকিবের দল না পাওয়াটা চরম হতাশ করেছে সাকিবভক্তদের।

একইভাবে হতাশ হয়েছেন সাকিবের দল ফরচুন বরিশালের ব্যাটিং কোচ নাজমুল আবেদিন ফাহিম।  তার মতে, আইপিএলে সাকিবকে যে দল নিত, তারা লাভবান হতো নিশ্চিত।

বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএল ফাইনাল নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে এ মন্তব্য করেন বরিশালের ব্যাটিং পরামর্শক।

তিনি বলেন, ‘বর্তমান দুরন্ত ফর্ম বিবেচনায় আইপিএলে সাকিবের দল না পাওয়াটা দুঃখজনক। অবশ্য সাকিবের দল না পাওয়ার একটি বড় কারণ হতে পারে যে, (জাতীয় দলের খেলার কারণে) ওকে খুব কম সময়ই পাওয়া যাবে।  তবে এর পরও বলা যায়, সাকিব এখন যে ফর্মে আছে, এটি যদি উপলব্ধি করতে পারতেন ফ্র্যাঞ্চাইজিরা, আমার মনে হয়, ওকে নিয়ে নিত। কারণ ও এখন বোলিংয়ে না, ব্যাটিংয়েও ম্যাচ উইনিং খেলোয়াড় হয়ে গেছে।’

বাংলাদেশের লো-স্কোরিং উইকেটেও সাকিব রান পাচ্ছে, সেদিকে ইঙ্গিত করে ফাহিম বলেন,  ‘আমাদের এখানে যে ধরনের উইকেটে খেলা হয়, এখানে বিগ হিট করাটা কঠিন। আইপিএলে যে ধরনের উইকেটে খেলা হয় সেখানে এটি আরও সোজা। আমার ধারণা, ভালো উইকেটে সাকিব এখন আরও দ্রুত রান করতে পারবে। অনেক বেশি কার্যকর হবে সে। আমার মনে হয়, কোনো দল যদি ওকে নিত, সেই দলই লাভবান হতো।’

প্রসঙ্গত আইপিএলের গত আসরে নিজের নামে ও দামের প্রতি সুবিচার করতে পারেননি সাকিব। তাকে তিন কোটি ২০ লাখ রুপিতে ফের দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু প্রত্যাশামাফিক পারফরম্যান্স উপহার দিতে পারেননি এ অলরাউন্ডার। ৮  ম্যাচে মাত্র ৯.৪০ গড়ে তিনি করেন ৪৭ রান। আর বল হাতে নেন ৪ উইকেট।

এইচ বিডি নিউজ টুয়েন্টি ফোর এ আপনাকে স্বাগতম। “সময়ের প্রয়োজনে- HBD NEWS24” নিয়ে আমরা আছি আপনার পাশে। আপনার পাশে ঘটে যাওয়া নানা সংগতি, অসংগতি আর তথ্য নিয়ে আপনিও যোগ দিন HBD NEWS 24 এ আমাদের কাছে মেইল করুন: hbdnews24@yahoo.com

More News Of This Category

© All rights reserved © 2012 HBDNEWS24

POWERED BY MH GROUP OF COMPANY.