সরাসরি বল জালে জড়ালে ‘অলিম্পিক’ গোল বলা হয়। আন্তর্জাতিক ফুটবলে মাঝে মধ্যেই এমন গোলের দেখা মিলে। বাংলাদেশের ফুটবলাররাও ধীরে ধীরে এই গোলের সঙ্গে পরিচিত হচ্ছে। গত মৌসুমে প্রিমিয়ার লিগে তিনটি অলিম্পিক গোলের দেখা মিলেছিলো।
এবারের মৌসুমে আজ ছিল তৃতীয় রাউন্ডের শেষ দিন।
টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল চট্টগ্রাম আবাহনী ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। এই ম্যাচেই দেখা মিলেছে অলিম্পিক গোলের।
প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে ছিল চট্টগ্রাম আবাহনী। ৪৭ মিনিটে কর্নার থেকে সরাসরি বল জালে জড়িয়ে অলিম্পিক গোল করে চট্টগ্রাম আবাহনীকে সমতায় ফেরান ডিফেন্ডার কামরুল ইসলাম। এবারের মৌসুমে এটিই প্রথম অলিম্পিক গোল। শেষ পর্যন্ত ১-১ গোলে নিষ্পত্তি ঘটেছে ম্যাচের।
গত মৌসুমে আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে ৫-২ গোলের বড় জয় পেয়েছিল ব্রাদার্স ইউনিয়ন। ওই ম্যাচেই কর্নার থেকে দুইবার বল জালে জড়িয়ে এক ম্যাচেই দুটি অলিম্পিক গোলের মালিক হয়েছিলেন ফয়সাল মাহমুদ।