রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৫৭ পূর্বাহ্ন

এবার দল পেলেন ১০ কোটি ৭৫ লাখে, নিলামে অবিক্রীত থাকা সেই ভারতীয় তারকা

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২

বিরতির আগ পর্যন্ত খবর— আইপিএলের মেগা অকশনে দল পাননি বাংলাদেশি তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। কোনো দলই তাকে নিতে আগ্রহ দেখায়নি।

সাকিবের মতো অবিক্রীত থেকেছেন অসি ব্যাটার স্টিভ স্মিথ, ভারতীয় অভিজ্ঞ তারকা সুরেশ রায়না ও প্রোটিয়া তারকা ডেভিড মিলার।

দ্বিতীয় রাউন্ডে বেশ কয়েকজন তারকাকে কিনে নিয়েছেন ফ্রাঞ্চাইজিরা।

অবিশ্বাস্য দাম উঠল ভারতীয় তারকা নিতিশ রানার। ৮ কোটি রুপিতে এই ব্যাটারকে আবারও কিনেছে কলকাতা নাইট রাইডার্স। গত আসরে কলকাতায় ভালোই পারফর্ম করেন তিনি।

কম যাননি ক্যারিবীয় অলরাউন্ডার জেসন হোল্ডার। সম্প্রতি ডাবল হ্যাটট্রিক করার কীর্তি গড়া এ তারকাকে ৮ কোটি ৭৫ লাখে দলে ভিড়িয়েছে লখনউ।

তবে নিতিশ ও হোল্ডারকেও ছাপিয়ে গেলেন ভারতীয় তারকা হার্শেল প্যাটেল। ১০ কোটি ৭৫ লাখে তাকে কিনে নিয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গতবারের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন এ ভারতীয় পেসার।

অথচ একটা সময় আইপিএল নিলামে কোনো দরই পেতেন না হার্শেল। এমনকি আরসিবি তাকে নিয়েও ছেড়ে দিয়েছিল ২০১৮ সালে।

২০ লাখ রুপির ভিত্তিমূল্যে তাকে সেবার কিনেছিল দিল্লি ক্যাপিটালস। প্রথমে অবশ্য অবিক্রীতই ছিলেন তিনি।

সেখান থেকে গত মৌসুমে আরসিবির প্রধান বোলার হয়ে ওঠেন এ ভারতীয় পেসার। তারই প্রতিদান পেলেন এবাবের আসরের নিলামে।

এ বিষয়ে পরে এক সংবাদ সম্মেলনে হার্শেল বলেছিলেন, কোনো দল তাকে না নেওয়ায় তিনি খুবই অপমানিত বোধ করেছিলেন। তার পর থেকে মন দিয়েছিলেন তার ব্যাটিংয়ে। বোলার হিসাবে সুযোগ না পাওয়ায় চেয়েছিলেন অলরাউন্ডার হতে।

গত বছরের ৯ এপ্রিল আইপিএলের প্রথম পর্বে বেঙ্গালুরুর হয়ে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ২৭ রানে ৫ উইকেট তুলে নেন প্যাটেল। এটিই ছিল আইপিএলের ইতিহাসে তার সেরা বোলিং ফিগার এবং আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ৫ উইকেট সংগ্রহকারী প্রথম বোলার।

এদিকে ৫ কোটি ৭৫ লাখে নতুন দল লখনউতে গেলেন দীপক হুদা। গত মৌসুমে পাঞ্জাব কিংসে খেলেন এই ব্যাটার।

এর আগে গত মৌসুমে দারুণ খেলা ওপেনার দেবদূত পাডিক্কেলকে নিয়ে এবার কাড়াকাড়ি হয়।  সেটিই নিশ্চিত ছিল। আগেরবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলা এই ওপেনারকে ৭ কোটি ৭৫ লাখে কিনেছে আরেক রয়্যালস রাজস্থান।

ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো এবারও থেকে গেলেন চেন্নাইয়ে।  তাকে ৪ কোটি ৪০ লাখে রেখে দিয়েছে ধোনির দল।

আজ দ্বিতীয় রাউন্ডে প্রথম নাম ওঠে মনিশ পাণ্ডের।

৪ কোটি ৬০ লাখ রুপির বিনিময়ে তাকে কিনে নিয়েছে নতুন ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টস।  গত আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছিলেন এ ভারতীয় তারকা।

ক্যারিবীয় মারকুটে ব্যাটার শিমরন হেটমায়ারকে ৮ কোটি ৫০ লাখ রুপিতে কিনল রাজস্থান রয়্যালস। ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটারকে পেতে কাড়াকাড়ি লেগে গিয়েছিল নিলামের টেবিলে।  সেখানে জয় পেল রাজস্থান।

রবিন উথাপ্পা এবারও গেলেন মহেন্দ্র সিং ধোনির দলে। তাকে ২ কোটি রুপিতে কিনল চেন্নাই সুপার কিংস। গত মৌসুমেও এই দলেই খেলেছেন টপ অর্ডার ব্যাটার।

ইংলিশ ওপেনার জেসন রয়কে ২ কোটিতে দলে ভিড়িয়েছে নতুন দল গুজরাট।

এখন পর্যন্ত হওয়া নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন ভারতীয় ব্যাটার শ্রেয়াস আইয়ার।

শ্রেয়াসকে ১২ কোটি ২৫ লাখ রুপিতে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। এ ছাড়া অসি অলরাউন্ডার প্যাট কামিন্সকে ৭ কোটি ২৫ লাখে কিনল শাহরুখের দল।

নিউজিল্যান্ডের দ্রুতগতির পেসার ট্রেন্ট বোল্টকে ৮ কোটি রুপিতে এবং  ভারত দলের সেরা স্পিন-অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনকে ৫ কোটি রুপিতে কিনেছে রাজস্থান রয়্যালস।

প্রোটিয়া পেসার কাগিসো রাবাদাকে ৯ কোটি ২৫ লাখে কিনেছে প্রীতি জিনতার পাঞ্জাব কিংস। ভারত দলের মারকুটে ব্যাটার শিখর ধাওয়ানকেও কিনেছে দলটি।

শিখরকে নিয়ে দিল্লি এবং রাজস্থানের মধ্যে লড়াই হয়।  নিলামে ৮ কোটি ২৫ লাখে শিখরকে জিতে নেয় পাঞ্জাব।

নতুন দল গুজরাট টাইটানসে ভিড়েছেন ভারতীয় পেসার মহাম্মদ শামি।  ৬ কোটি ২৫ লাখ রুপিতে তাকে কিনল দলটি।

নতুন দল লখনউয়ে গেলেন প্রোটিয়া তারকা কুইন্টন ডি’কক।

এইচ বিডি নিউজ টুয়েন্টি ফোর এ আপনাকে স্বাগতম। “সময়ের প্রয়োজনে- HBD NEWS24” নিয়ে আমরা আছি আপনার পাশে। আপনার পাশে ঘটে যাওয়া নানা সংগতি, অসংগতি আর তথ্য নিয়ে আপনিও যোগ দিন HBD NEWS 24 এ আমাদের কাছে মেইল করুন: hbdnews24@yahoo.com

More News Of This Category

© All rights reserved © 2012 HBDNEWS24

POWERED BY MH GROUP OF COMPANY.