প্রিমিয়ার লিগে (আইপিএল) টানা ১২ বছর খেলেছেন ক্রিস গেইল। তবে আইপিএলের আসন্ন আসরে দেখা যাবে না ওয়েষ্ট ইন্ডিজের এই তারকা ক্রিকেটারকে।
আইপিএলের একাধিক ফ্র্যাঞ্চাইজি গেইলকে নিলামে অংশ নেওয়ার প্রস্তাব দেন। কিন্তু সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ইউনিভার্স বস খ্যাত গেইল।
২০০৯ সালের পর এই প্ৰথমবার আইপিএলে দেখা যাবে না ক্রিস গেইলকে। কারণ এবারের নিলামের তালিকায় নিজের নাম দেননি ক্যারিবিয়ান সুপারস্টার।
সাম্প্রতিক কয়েক বছর ধরেই প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারছেন না গেইল। ৪২ বছর বয়সী এই তারকা ব্যাটার ধারাবাহিকতায় ভুগছেন। চলতি বিপিএলে বরিশালের হয়ে অংশ নিয়েও প্রত্যাশিত ব্যাটিং করতে পারছেন না।
আইপিএলের গত আসরে পাঞ্জাব কিংসের হয়ে খেলেছেন গেইল। কিন্তু এবারের আসরে তাকে নিলামে নাম পাঠানোর অনুরোধ করে আইপিএলের একাধিক ফ্র্যাঞ্চাইজি, কিন্তু গেইল তাদের অনুরোধে সারা দেননি।
ভারতের ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গেইলের একাধিক সাবেক ফ্র্যাঞ্চাইজি তাকে অনুরোধ করেছিল, যাতে তিনি নিলামে নিজের নাম রাখেন।