বিরতির পর মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আজ সোমবার (২৪ জানুয়ারি) তৃতীয় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি দুই হ্যাভিওয়েট দল মাহমুদউল্লাহ রিয়াদের মিনিস্টার ঢাকা ও সাকিব আল হাসানের ফরচুন বরিশাল।
এই ম্যাচে ক্রিস গেইলকে নিয়ে মাঠে নেমেছে বরিশাল। গতকালই তিনি ঢাকায় পা রেখেছিলেন। আর ঢাকার একাদশে মাশরাফি বিন মুর্তজার ফেরার কথা থাকলেও তাকে ছাড়াই নেমেছে দলটি। টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ঢাকা।
বরিশালের একাদশ সাজিয়েছে তিন ক্যারিবীয়ান গেইল, ডোয়াইন ব্রাভো ও আলজারি জোসেফকে নিয়ে। এ ছাড়া একাদশে এসেছেন নুরুল হাসান সোহান ও তাইজুল ইসলাম। করোনার জন্য সোহান প্রথম ম্যাচে ছিলেন না। বাদ পড়েছেন ইরফান শুক্কুর, নাঈম হাসান ও জ্যাক লিনটট।
এদিকে ঢাকার একাদশ থেকে বাদ পড়েছেন ইবাদত হোসেন। তার পরিবর্তে জায়গা পেয়েছেন হাসান মুরাদ। এই ম্যাচ দিয়ে হাসান মুরাদের বিপিএলে অভিষেক হচ্ছে। দলটির একাদশে তিন বিদেশি হলেন- আন্দ্রে রাসেল, শাহজাদ ও ইসুরু উদানা।
বিপিএলের প্রথম দুই দিন টানা দুই ম্যাচ খেলে দুটিতেই হেরেছে ঢাকা। অন্যদিকে জয় দিয়ে শুরু করা বরিশালের এটি প্রথম ম্যাচ।
ফরচুন বরিশাল একাদশ:
সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, সৈকত আলী, তৌহিদ হৃদয়, ক্রিস গেইল, নুরুল হাসান সোহান, ডোয়াইন ব্রাভো, জিয়াউর রহমান, আলজারি জোসেফ, তাইজুল ইসলাম ও শফিকুল ইসলাম।
মিনিস্টার ঢাকা একাদশ:
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ শেহজাদ, নাঈম শেখ, জহুরুল ইসলাম অমি, শুভাগত হোম চৌধুরী, আন্দ্রে রাসেল, ইসুরু উদানা, আরাফাত সানি, রুবেল হোসেন ও হাসান মুরাদ।