চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, দিন দিন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অনিশ্চয়তার দিকেই যাচ্ছে।’
সোমবার (১৩ ডিসেম্বর) রাতে সাংবাদিকদের এসব কথা বলেন জাহিদ হোসেন।
তিনি বলেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব তার দ্রুত উন্নত চিকিৎসার প্রয়োজন, যা আমাদের দেশে সম্ভব নয়।’ তিনি বলেন, মেডিক্যাল বোর্ডের সদস্যরা বারবার তার স্বাস্থ্য পরীক্ষা করছেন এবং তারা তাদের সর্বোচ্চ চিকিৎসা দিচ্ছেন। কিন্তু খালেদা জিয়ার যে অবস্থা, তাকে বিদেশে নিয়ে আধুনিক হাসপাতালে চিকিৎসা না দিলে অবস্থার উন্নতি সম্ভব নয়।’
ডা. জাহিদ বলেন, গত ১৩ নভেম্বর থেকে একমাসে চারবার তার বড় ধরনের রক্তক্ষরণ হয়েছে। ওষুধ দিলে রক্তক্ষরণ সাময়িক বন্ধ হলেও আবার শুরু হয়।