এ উপলক্ষে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ দিন ব্যাপী কর্মসূচির আয়োজন করেছে। সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা।
এরপর তারা জাতীয় সংসদ ভবন এলাকায় রেলিতে অংশ নেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিকে, আজ ফাইভ জি যুগে পরীক্ষামূলক প্রবেশ করছে বাংলাদেশ। প্রাথমিকভাবে সীমিত আকারে টেলিটকের মাধ্যমে রাজধানীর সংসদ ভবন এলাকা, সচিবালয় এবং ধানমণ্ডি ৩২ নম্বরসহ ৪টি স্থানে এই সেবা চালু হবে। ঢাকার বাইরে চালু করা হবে টুঙ্গিপাড়ায় এবং সাভারে জাতীয় স্মৃতিসৌধ এলাকায়।
আজ রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফাইভ জি’র উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের। ((অনুষ্ঠানে টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারও উপস্থিত থাকবেন। ))
২০২২ সালের মধ্যে রাজধানীর ২০০টি টাওয়ারে ফাইভ জি সেবা চালু করবে অপারেটরটি। তবে তরঙ্গ নিলামের পর আগামী বছর অন্যান্য অপারেটরও ফাইভ জি চালু করতে পারবে বলে আশা করা হচ্ছে।