আবহাওয়ার কারণে আপাতত আন্দোলন স্থগিত ঘোষণা করেছে শিক্ষার্থীরা। তবে আবহাওয়ার অবস্থা স্বাভাবিক হলে শিক্ষার্থীরা আবারও তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
আজ সোমবার দুপুরে রামপুরা ব্রিজের হাতিরঝিল অংশে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। বৃষ্টিতে ছাতা মাথায় দাঁড়িয়ে থেকে মানববন্ধন কর্মসূচি শেষে আন্দোলন আপাতত স্থগিতের ঘোষণা করেন খিলগাঁও মডেল কলেজের এইচএসসি পরীক্ষার্থী সোহাগী সামিয়া।
তিনি বলেন, বৈরী আবহাওয়ার কারণে আমরা আগামীকাল কোনো কর্মসূচি রাখছি না। আমরা খোঁজ নিয়ে দেখেছি আরো কয়েক দিন এ রকম আবহাওয়া থাকবে। যত দিন পর্যন্ত এই বৈরী আবহাওয়া থাকবে, তত দিন পর্যন্ত আমাদের আন্দোলন স্থগিত থাকবে। তবে বৈরী আবহাওয়া কেটে গেলে আমরা আবার কর্মসূচি চালিয়ে যাব।
সোহাগী সামিয়া আরো বলেন, চলমান নিরাপদ সড়ক আন্দলোনের অংশ হিসেবে বৃষ্টি উপেক্ষা করে আজ আমরা রাস্তায় নেমেছি। আজকের মানববন্ধন থেকে আমরা এ পর্যন্ত যারা সড়কে প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শোক প্রকাশ করছি।