বুধবার সকাল থেকে মিরপুর দশ নম্বর গোল চত্বর থেকে ভাষানটেক পর্যন্ত যান চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মজুরি কাঠামো নতুনভাবে সমন্বয় করার দাবি জানিয়েছেন তারা। একইসাথে নারী শ্রমিকদের মাতৃকালীন ভাতা, পাওনা ছুটিসহ বিভিন্ন দাবি জানানো হয়। এছাড়া মঙ্গলবার আন্দোলনরত শ্রমিকদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদও জানিয়েছেন তারা।
সকল দাবি মেনে নিয়ে হামলাকারীদের শাস্তির দাবি আন্দোলনরত শ্রমিকদের।