রাজধানীর বনানীতে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো আয়োজিত টেলিভিশন দিবসের অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী বলেন, ‘কোনো নীতি ছাড়াই আইপি টিভি সংবাদ পরিবেশন করে পরিস্থিতি খারাপ করছে’। এ কারণে অনিবন্ধিত সব আইপি টিভি বন্ধে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত যে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ এর কাজ চলছে। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড ফ্রান্সের একজনকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে। আশা করা যাচ্ছে ২০২৩ সালের মধ্যে দেশের দ্বিতীয় স্যাটেলাইটের উৎক্ষেপণ ও ব্যবহার শুরু হবে। বঙ্গবন্ধু স্যাটেলাইট হবে হাইব্রিড স্যাটেলাইট। এটি আবহাওয়া নজরদারি, নিরাপত্তা সংক্রান্ত কাজে ব্যবহত হবে বলে আশা করা যাচ্ছে ’।