আজ মঙ্গলবার সকালে নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের এমন অভিযোগ করেন তিনি।
খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে যে আবেদন করা হয়েছে তাতে সাড়া দিতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।
তিনি বলেন, ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুব খারাপ। যা বলে বোঝানো যাবে না। গতকাল প্রথম সিসিইউতে তাঁর বেড থেকে থেকে চেয়ারে বসেছেন। অত্যন্ত দুর্বল অবস্থায় আছেন।’
চিকিৎসার জন্য অবিলম্বে তাকে মুক্তি দিয়ে বিদেশে যাবার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। শুধু বিএনপির জন্য নয়, দেশের জনগণের জন্যও খালেদার মুক্তি প্রয়োজন বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।
মির্জা ফখরুল বলেন, ‘এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিচারের প্রহসনে মিথ্যা মামলায় জড়িয়ে খালেদা জিয়াকে অন্তরীণ করে রাখা হয়েছে। খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখার যে চক্রান্ত সেই চক্রান্তের অংশ হিসেবে অসুস্থ অবস্থায় হাসপাতালে রাখা হয়েছে।
মির্জা ফখরুল আরও বলেন, ‘মিথ্যা মামলা সাজিয়ে রাজনীতি থেকে দূরে রাখার জন্য কেন্দ্রীয় কারাগারে একটা পরিত্যাক্ত ঘরে অন্তরীণ করে রেখেছে আড়াই বছর। তখন তাকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি। শেষ পর্যন্ত জনগণের চাপে তাকে পিজি হাসপাতালে আনা হয়। করোনার সময়ে ভয়ে তাঁকে বাসায় যাওয়ার অনুমতি দিল।’