রাশিয়া বিশ্বকাপের চ্যাম্পিয়নদের সামনে ছিল কাতারের টিকিট নিশ্চিতের মিশন। তাই হোমম্যাচে কাজাখস্তানকে পেয়ে তেলে-বেগুনে জলে ওঠে ফরাসীরা।
কাজাখস্তানের বিপক্ষে একাই চারটি গোল করেছে পিএসজি সুপারস্টার কাইলিয়ান এমবাপ্পে। ম্যাচের ১২ মিনিটেই দ্বিতীয় গোল করেন এমবাপ্পে। কিছুক্ষণের মধ্যে হ্যাটট্রিকও হয়ে যায় ফ্রেঞ্চ স্টিড স্টারের। আবার ম্যাচের শেষ গোলটাও এসেছে তার কাছ থেকেই।
ফ্রান্সের হয়ে জোড়া গোল করেছেন রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার কারিম বেনজামা। তার দুই গোল-ই এসেছে সেকেন্ড হাফ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই।
একটা গোল পেয়েছেন য়্যুভেন্তাস মিডফিল্ডার রাবিও। ফ্রান্স একটা পেনাল্টিও পেয়েছিল। সেই সুযোগে গ্রিজমানও নাম তুলেছে স্কোরশিটে। এই জয়ে কাতার বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে গেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের।
ফ্রান্সের মতো কাতারের টিকিট পেয়ে গেছে বেলজিয়ামও। হোম ম্যাচে বেলজিয়ামের খেলা ছিল এস্তোনিয়ার বিপক্ষে। শুরুতে গোল পেয়ে যায় রেডডেভিলরা। প্রতিপক্ষের জাল কাপান ক্রিস্টাল প্যালেস স্ট্রাইকার ক্রিস্টিয়ান বেনটেকে। বেলজিয়ামের সেকেন্ড গোলটা এসেছে সেকেন্ড হাফের শুরুর দিকে। স্কোরশিটে নাম তোলেন আতলেতিকো মাদ্রিদ তারোকা কারাসকো। বেলজিয়ামের হয়ে শেষ গোলটা করেন থরগান হ্যাজার্ড। তার গোলের সামান্য আগে ব্যবধান কমিয়েছিল এস্তোনিয়া। এস্তোনিয়ার পক্ষে একগোল শোধ দেন সোরগা।
‘ই’গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে এক ম্যাচ আগেই কাতারের টিকিট কাটালো বেলজিয়াম। ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। সমান খেলায় ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ওয়েলস। আর ওদিকে মন্টিনেগ্রোর সঙ্গে ২-২ গোলে ড্র’তে, গ্রুপ জি’র সমীকরণ শেষ দিনে নিয়ে গেছে নেদারল্যান্ডস।