রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৩৫ পূর্বাহ্ন

ইউপি নির্বাচনে সহিংসতা: নরসিংদী ও কক্সবাজারে নিহত ৪

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১

বৃহস্পতিবার সকালে নরসিংদী রায়পুরার বাশগাড়ীতে নৌকার প্রতীকের প্রার্থী আশরাফুল হক ও বিদ্রোহী প্রার্থী জাকির হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় গুলিবিদ্ধ হয়ে দুইজন নিহত এবং পাঁচজন আহত হন। পরে হাসপাতালে মারা যান আরও একজন। নিহত সালাউদ্দিন মিয়া বিদ্রোহী প্রার্থী জাকির হোসেনের এবং দুলাল মিয়া নৌকার প্রার্থীর আশরাফুল হকের সমর্থক।

 

এদিকে কক্সবাজার সদরের খরুশকূল ইউনিয়নে দুই পক্ষের গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশসহ ১০ জন। পরে ভোটগ্রহণ স্থগিত করা হয় একটি কেন্দ্রে।মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নম্বর ওর্য়াডের আন্ডারচর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটে। এসময় শতাধিক বোমা বিস্ফোরণ, গোলাগুলি ও কেন্দ্র দখলের খবর পাওয়া যায়। পরে সাময়িকভাবে ভোটগ্রহণ স্থগিত হলেও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

 

চট্টগ্রামে ভোট শুরুর আগেই সীতাকুণ্ডে সোনাইছড়ি ইউনিয়নের একটি কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় পুলিশ ২০টিরও বেশি পেট্রোল বোমাসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে। কুমিল্লার মেঘনা উপজেলায় রামপ্রাসাদের চর কেন্দ্রে প্রতিপক্ষের হামলায় স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবির আহত হন। ভোট দিতে গেলে প্রতিপক্ষের সমর্থকরা তার ওপর হামলা চালায়। পরে দেড় ঘণ্টা কেন্দ্রটিতে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়।

 

সাতক্ষীরা সদরে বৈকারী ইউনিয়ন পরিষদ নির্বাচনের খলিলনগর কেন্দ্রে প্রতিপক্ষের হামলায় চেয়ারম্যানসহ অন্তত আটজন আহত হয়েছেন। একই ইউনিয়নের কাথন্ডা ওয়ার্ডেও মেম্বর প্রার্থী আব্দুল জলিলের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে ৩জন। এছাড়া মেহেরপুরের মুজিবনগর উপজেলায় কোমরপুর ভোট কেন্দ্রে নৌকা ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

এইচ বিডি নিউজ টুয়েন্টি ফোর এ আপনাকে স্বাগতম। “সময়ের প্রয়োজনে- HBD NEWS24” নিয়ে আমরা আছি আপনার পাশে। আপনার পাশে ঘটে যাওয়া নানা সংগতি, অসংগতি আর তথ্য নিয়ে আপনিও যোগ দিন HBD NEWS 24 এ আমাদের কাছে মেইল করুন: hbdnews24@yahoo.com

More News Of This Category

© All rights reserved © 2012 HBDNEWS24

POWERED BY MH GROUP OF COMPANY.