সংঘটিত ‘সাম্প্রদায়িক সন্ত্রাসের’ বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলা ও মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনা প্রতিষ্ঠার লক্ষ্যে দুই দিনব্যাপী রোডমার্চ শুরু করেছে বাম গণতান্ত্রিক জোট। আজ মঙ্গলবার সকালে পল্টন মোড় থেকে শুরু হওয়া এই রোডমার্চ নারায়ণগঞ্জ ও কুমিল্লার বিভিন্ন স্থানে পথসভার পর আগামীকাল বুধবার বিকেল ৫টায় হাজীগঞ্জে সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হবে।
রোডমার্চের উদ্বোধনী সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ। এ সময় উপস্থিত ছিলেন সিপিবি সাধারণ সম্পাদক মো. শাহ আলম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদক অধ্যাপক আব্দুস সাত্তার, বাসদ (মার্কসবাদী) ভারপ্রাপ্ত সমন্বয়ক ফখরুদ্দিন কবীর আতিক, ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, গণসংহতি আন্দোলনের মনিরউদ্দিন পাপ্পু, সমাজতান্ত্রিক আন্দোলনের আব্দুল আলী প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, অতীতের রামু, সাথিয়া, গোবিন্দগঞ্জ, নাসিরনগর, সুনামগঞ্জসহ বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি হলে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হতো। কুমিল্লার ঘটনাকে অজুহাত করে এবার দেশের বিভিন্ন স্থানে যে হামলা ভাঙচুর, হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তার দায় সরকার এড়াতে পারে না। তাই অতীতের মত এবারও যেন সাম্প্রদায়িক হামলাকারীরা পার পেয়ে না যায় সে ব্যাপারে প্রশাসনকে সতর্ক থাকতে হবে। নেতৃবৃন্দ ধর্মীয় উন্মাদনা সৃষ্টিকারী বক্তব্য প্রদানকারী, হামলার ইন্ধনদাতা এবং হামলাকারীদের শাস্তি দাবি করেন।
নেতৃবৃন্দ বলেন, সাম্প্রদায়িক উন্মাদনা দেশের গণতান্ত্রিক পরিবেশ, জাতীয় ও আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তি নষ্ট করে। যে কারণে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শাসকেরা বিভিন্ন সময়ে সাম্প্রদায়িকতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে দেশের জনগণের দৈনন্দিন জলন্ত সমস্যা আড়াল করতে সহায়তা করে। কুমিল্লা, পীরগঞ্জ, হাজীগঞ্জ, চৌমুহনীসহ বিভিন্ন এলাকায় হামলাকারীদের অনেকে ক্ষমতাসীন দলের সাথে সম্পৃক্তার ও প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। কুমিল্লায় আটক ইকবাল ভবঘুরে ও মানসিক রোগী বলে অপপ্রচার করে নতুন করে জর্জ মিয়া নাটক সাজানোর পায়তারা হচ্ছে বলে বক্তাগণ আশংকা প্রকাশ করেন। নেতৃবৃন্দ একই সাথে সাম্প্রদায়িক সন্ত্রাস ও ফ্যাসিবাদী দুঃশাসন হটাতে দেশের বাগ প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন পরিচালনা করার আহ্বান জানান।
বাম জোটের পক্ষ থেকে জানানো হয়, উদ্বোধন শেষে রোডমার্চ নারায়ণগঞ্জের কাচপুর, সোনারগাঁও মোগড়াপাড়া চৌরাস্তা, চান্দিনায় পথসভা শেষে বিকেলে কুমিল্লা টাউন হলে ও সন্ধ্যায় ফেনী শহীদ মিনারে সমাবেশে মিলিত হয়।