আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০৩ জন। এর মধ্যে ঢাকায় ১৭০ জন এবং ঢাকার বাইরে ৩৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। চলতি বছরে এখনও পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৭৩ জন। আর অক্টোবর মাসের ৬ তারিখ (বুধবার) পর্যন্ত রোগী ভর্তি হয়েছেন এক হাজার ১৩৯ জন।
বুধবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৮৬৩ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই আছেন ৭২০ জন, আর বাকি ১৪৩ জন ঢাকার বাইরে অন্যান্য বিভাগে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ অক্টোবর পর্যন্ত মোট ১৯ হাজার ৩৩৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।