গণমানুষের মুক্তি সংগ্রামে সাহসী নেতা জেবেল : রীবন
বাংলাদেশ ন্যাপ সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম রীবন বলেন, রাজনীতির স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হলে উগ্রবাদী অপশক্তির উত্থান ঘটতে পারে। গণতন্ত্র ছাড়া জনগনের ভাগ্য পরিবর্তনের আর কোনো পথ নেই। আর গণতন্ত্র ও গণমানুষের মুক্তি সংগ্রামে একজন সাহসী ও মেধাবী নেতা হলেন জননেতা জেবেল রহমান গানি। তার নেতৃত্বে আমাদের ঐক্যবদ্ধভাবে গণমানুষের রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রংপুরের ধাপে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানির জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ রংপুর মহানগর আয়োজিত কেক কাটা ও দোয়া অনুষ্ঠানে প্রধান বক্তার বকতেব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গত ৫০ বছরে দেশের শাসকগোষ্টি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পুরোপুরি দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছে। ফলে নাগরিকের প্রতি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের যে দায়িত্ব, তা তারা পালনে ব্যর্থ হচ্ছে। দেশে রাজনীতির অনুপস্থিতির কারণেই সামাজিক দুর্বৃত্তায়ন ও দুর্নীতি আজ সমাজের গভীরে বিস্তৃত হয়েছে। মেধাহীনরা রাজনীতি নিয়ন্ত্রন করতে গিয়ে প্রতিহিংসার রাজনীতি প্রতিষ্ঠা করছে। তার সমাজে নানা ধরনের বিভক্তি সৃষ্টি করছে।
তিনি আরো বলেন, আধুনিক রাষ্ট্রে রাজনীতিই চালিকা শক্তি হওয়া উচিত। সরকারের ভুলত্রুটি ও ব্যর্থতা নিয়ে বিরোধী দল কথা বলবে। সরকার নিজেকে শোধরাবে। না শোধরালে বিরোধী দল আন্দোলনের মাধ্যমে দাবি মানতে বাধ্য করবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হবে। সেই রাজনৈতিক প্রক্রিয়া অনুপস্থিত বলেই সংকট ঘনীভূত হচ্ছে। এই অবস্থায় জেবেল রহমান গানির নেতৃত্বে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে।
বাংলাদেশ ন্যাপ রংপুর মহানরগর যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর আমিনুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক যুবরাজ চৌধুরীরর সঞ্চলনায় আলোচনায় অংশগ্রহন করেন জেলা ও মহানগর সেতা মেরাজুল ইসলাম রোকন, আবু তালেব, একরামুল হক, খোরশেদ আলম, ওমর ফারুক, হায়দার চৌধুরী, শেখ ইমতিয়াজ সিদ্দিকী, মোঃ হাবিব, মোঃ নুর আলম, মোঃ গোলাম মোস্তফা, মোঃ আব্দুর রউফ, মোঃ ময়নাল হোসেন, মোঃ এনামুল হক, মোঃ আসলাম হোসেন প্রমুখ।
সভায় বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি’র সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।