রাজনীতির স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হলে উগ্রবাদী অপশক্তির উত্থান ঘটতে পারে বলে মন্তব্য করে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন, গণতন্ত্র ছাড়া জনগনের ভাগ্য পরিবর্তনের আর কোনো পথ নেই। তাই আমাদের ঐক্যবদ্ধভাবে গণমানুষের রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে।
বুধবার (২২ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে নেতৃদ্বয় এসব কথা বলেন।
তারা বলেন, গত ৫০ বছরে দেশের শাসকগোষ্টি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পুরোপুরি দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছে। ফলে নাগরিকের প্রতি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের যে দায়িত্ব, তা তারা পালনে ব্যর্থ হচ্ছে। দেশে রাজনীতির অনুপস্থিতির কারণেই সামাজিক দুর্বৃত্তায়ন ও দুর্নীতি আজ সমাজের গভীরে বিস্তৃত হয়েছে।
নেতৃদ্বয় বলেন, আধুনিক রাষ্ট্রে রাজনীতিই চালিকা শক্তি হওয়া উচিত। সরকারের ভুলত্রুটি ও ব্যর্থতা নিয়ে বিরোধী দল কথা বলবে। সরকার নিজেকে শোধরাবে। না শোধরালে বিরোধী দল আন্দোলনের মাধ্যমে দাবি মানতে বাধ্য করবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হবে। সেই রাজনৈতিক প্রক্রিয়া অনুপস্থিত বলেই সংকট ঘনীভূত হচ্ছে।