বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবসে কয়েকশত অসহায় দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। ঢাকা মহানগর উত্তর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাসবীরুল হক অনু’র উদ্যোগে এই খাবার বিতরণ করা হয়।
রবিবার দুপুরে ধানমন্ডি ৪/এ সড়কে জাতির পিতার ৪৬তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপললক্ষ্যে দোয়া মাহফির ও দুস্থ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাসহ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মুরাদ লতিফ এবং পরিচালনা করেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো: তাসবীরুল হক অনু।
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল , উপ-দফতর সম্পাদক মো: সায়েম খান, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম , বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, ১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দিলজাহান ভুইয়া, ১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন খোকন, আওয়ামী যুবলীগের উপ আন্তর্জাতিক সম্পাদক সফেদ আশফাক আকন্দ তুহিন, সহ-সম্পাদক কামরুল হাসান লিংকন , আরিফুল ইসলাম , কেন্দ্রীয় যুবলীগের সদস্য মো: আব্দুল্লাহ রানা , মো: বেলাল হোসেন , কাইফ ইসলাম , কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য মো: আলমগীর হোসেন, সাবেক ছাত্রনেতা রেজাউল হাফিজ রেশিম, ধানমন্ডি থানা যুবলীগের সাবেক সভাপতি হোসেন আলী আফরাদ , হাজারীবাগ থানা আওয়ামী স্বেচ্চাসেবক লীগের সাধারণ সম্পাদক ওসমান গনি , ১৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ইয়াফেজ আহম্মেদ সামি ও সাধারণ সম্পাদক আরাফাতুর রহমান বাপ্পী , ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ফুয়াদ হাসান পল্লব , হাজারীবাগ থানা ছাত্রলীগের সভাপতি আবুল হাসনাত বাহার ও সাধারণ সম্পাদক সিরাজ রনি, সহ-সভাপতি সাগর মোল্লা , ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসফার নাদিয়ান অনিম , মো: মাইনুল আহসান রকিসহ অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যারা বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে জড়িত ছিল তাদেরক বিচার হয়েছে। তাদেরকে আমরা চিনতে পারছি কিন্তু তাদের পিছনে যারা কলকাঠি নেড়েছে নেপথ্য কুশীলব হিসাবে কাজ করেছে, কারা কারা জড়িত ছিল তাদের মুখোশ উন্মোচন হয়নি।